HSC 2026 — গোছানো সাজেশন

২০১৫–২০২৫ বোর্ড প্রশ্ন বিশ্লেষণ থেকে সংকলিত — প্রস্তুতির সহজ গাইড

README: নীচের প্রতিটি অংশ ক্লিক করে খুলবে — প্রয়োজনীয় অংশ কপি করে বা প্রিন্ট করে নাও।
অর্থনীতি
বিজনেস অর্গ্যানাইজেশন
হিসাববিজ্ঞান
বাংলা
ইংরেজি
ফিন্যান্স/ব্যাংকিং/বিমা

সারসংক্ষেপ

অবশ্যই! আপনার দেওয়া গুগল ডক ফাইলটি আমি দেখেছি। এটি এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য খুবই গোছানো এবং দরকারী একটি সাজেশন।

আমি লেখাগুলোকে একটু সহজ, সাবলীল ও উৎসাহব্যঞ্জক করে গুছিয়ে দিচ্ছি, যাতে শিক্ষার্থীদের পড়তে ও বুঝতে সুবিধা হয়। দেখুন তো এভাবে ভালো লাগছে কিনা:


HSC 2026 পরীক্ষার সহজ সাজেশন: যেভাবে প্রস্তুতি নেবেন

সামনেই এইচএসসি পরীক্ষা, তাই প্রস্তুতিটাও হওয়া চাই গোছানো। তোমাদের সুবিধার জন্য আমরা ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে এই সাজেশনটি তৈরি করেছি। এখানে প্রতিটি বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরা হলো, যা তোমাদের প্রস্তুতিকে আরও সহজ করে দেবে। cite: 1

অর্থনীতি (Economics)

১ম পত্র — গুরুত্বপূর্ণ নির্দেশনা

চিন্তার কিছু নেই! অর্থনীতি ১ম পত্রে ভালো করতে হলে তোমরা ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৮ম ও ৯ম—এই সাতটি অধ্যায়ের ওপর বিশেষ জোর দাও। এগুলো ঠিকমতো শেষ করতে পারলে দেখবে কমপক্ষে ৭টি প্রশ্ন সহজেই কমন পেয়ে গেছো! cite: 1

আপাতত ৬, ৭ ও ১০ নম্বর অধ্যায়গুলো বাদ রাখতে পারো। cite: 1

২য় পত্র — গুরুত্বপূর্ণ নির্দেশনা

একইভাবে, ২য় পত্রে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৭ম ও ৮ম অধ্যায় (অর্থাৎ, ১ থেকে ৮ এর মধ্যে শুধু ৬ নম্বর বাদে) ভালো করে পড়ো। এখান থেকেই ৭টি প্রশ্ন কমন পাওয়ার সবথেকে বেশি সম্ভাবনা আছে। cite: 1

৬ নম্বর অধ্যায়টি (অর্থায়ন) যেহেতু অনেক বছর ধরেই প্রশ্নে কম আসছে, তাই এটা আপাতত এড়িয়ে যেতে পারো। cite: 1

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (Business Organization & Management)

১ম পত্র

এই বিষয়ে সহজে ৭টি প্রশ্ন কমন পেতে হলে ১ম, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, এবং ১০ম (অথবা ১১শ) অধ্যায়গুলো শেষ করে ফেলো। তোমাদের জন্য ২ নম্বর অধ্যায়টি (ব্যবসায় পরিবেশ) বাদ রাখা হয়েছে। cite: 1

(একটি বিষয় খেয়াল রেখো, এই সাজেশনটি কিন্তু ২০১৫ সাল পর্যন্ত বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে তৈরি, কারণ মাঝের বছরগুলোতে সংক্ষিপ্ত সিলেবাস ছিল।)

২য় পত্র

২য় পত্রের জন্য ১ম, ২য়, ৩য়, ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম অধ্যায়গুলো খুব গুরুত্বপূর্ণ। এই ৭টি অধ্যায় পড়লেই ৭টি প্রশ্ন কমন পাওয়া সম্ভব। ৪ নম্বর অধ্যায়টি (সংঘটিতকরণ) তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ হওয়ায় সেটা বাদ রাখতে পারো। cite: 1

হিসাববিজ্ঞান (Accounting)

১ম পত্র — কৌশল

আবশ্যক: ৯ম অধ্যায় (আর্থিক বিবরণী) তোমাদের করতেই হবে, কারণ এখান থেকে ২টি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক। cite: 1

সর্বাধিক গুরুত্বপূর্ণ: এর সাথে ১ম, ২য়, ৩য়, ও ৪র্থ অধ্যায় পড়লে আরও কমপক্ষে ৪টি প্রশ্ন কমন পাবে।

অতিরিক্ত: সব মিলিয়ে ৭টি প্রশ্নের উত্তর নিশ্চিত করতে ৭ম অধ্যায় (কার্যপত্র) অথবা ৮ম অধ্যায়—এই দুটির মধ্যে যে কোনো ১টি অতিরিক্ত পড়ে রাখো। cite: 1

২য় পত্র — কৌশল

আবশ্যক: ৫ম অধ্যায় (যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী) থেকে ২টি প্রশ্নের উত্তর করা বাধ্যতামূলক, তাই এটি অবশ্যই পড়বে। cite: 1

সর্বাধিক গুরুত্বপূর্ণ: বাকি প্রশ্নগুলোর জন্য ১ম, ২য়, ৪র্থ, ৭ম, ও ৮ম অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। cite: 1

বাংলা ও ইংরেজি: গুরুত্বপূর্ণ টপিক ও প্রস্তুতি

বাংলা ১ম পত্র

বাংলা ১ম পত্রে কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসেই পরীক্ষা হবে। তোমাদের মোট ৭টি সৃজনশীলের উত্তর দিতে হবে। প্রশ্নগুলো আসবে গদ্য, পদ্য, উপন্যাস ও নাটক থেকে। cite: 1

  • গদ্য থেকে ৪টি প্রশ্ন আসবে, ২টি উত্তর দিতেই হবে। cite: 1
  • পদ্য থেকে ৩টি প্রশ্ন আসবে, ২টি উত্তর দিতেই হবে। cite: 1
  • উপন্যাস (লালসালু) থেকে ২টি প্রশ্ন আসবে, ১টি উত্তর দিতেই হবে। cite: 1
  • নাটক (সিরাজউদ্দৌলা) থেকে ২টি প্রশ্ন আসবে, ১টি উত্তর দিতেই হবে। cite: 1

গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ: গদ্য: অপরিচিতা, বিলাসী, জীবন বৃক্ষ, রেন কোড, নেকলেস। পদ্য: বিভীষণের প্রতি মেঘনাদ, সোনাতরি, বিদ্রোহী, প্রতিদান, ১৮ বছর বয়স। উপন্যাস ও নাটক: 'লালসালু' এবং 'সিরাজউদ্দৌলা'। cite: 1

বাংলা ২য় পত্র

বাংলা ২য় পত্রে ব্যাকরণ (৩০) আর নির্মিতি (৭০) অংশ। ব্যাকরণে ভালো করতে হলে অবশ্যই নিয়মগুলো জানতে হবে। নির্মিতি অংশে নম্বর তোলা সহজ। পারিভাষিক শব্দ, দিনলিপি/প্রতিবেদন, আবেদনপত্র এবং সারাংশ/ভাব সম্প্রসারণ এর ফরম্যাটগুলো ভালো করে দেখে নিও। রচনার জন্য কৃষি কাজে বিজ্ঞান, কম্পিউটার, স্বদেশ প্রেম, পরিবেশ দূষণ, বা কৃত্রিম বুদ্ধিমত্তা—এই টপিকগুলো গুরুত্বপূর্ণ। cite: 1

ইংরেজি ১ম পত্র

Reading Part (৬০ মার্ক): Unit 1 (L2, L4), Unit 2 (L2, L3), Unit 7 (L1, L3), Unit 8 (L1, L3) এই লেসনগুলো ভালোভাবে শেষ করো। Writing Part (৪০ মার্ক): প্যারাগ্রাফের জন্য Deforestation, Price High, Traffic Jam, Climate Change গুরুত্বপূর্ণ। cite: 1

ইংরেজি ২য় পত্র

Grammar (৬০ মার্ক): গ্রামারে ভালো করার জন্য রুলস জানার কোনো বিকল্প নেই। Writing Part (৪০ মার্ক): ফরমাল লেটারের (Application) জন্য কলেজ হোস্টেল, ট্রান্সফার সার্টিফিকেট, বা কলেজ ক্যান্টিন সংক্রান্ত বিষয়গুলো দেখো। প্যারাগ্রাফের জন্য Drug Addiction, Road Accident, Female Education গুরুত্বপূর্ণ। cite: 1

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা (Finance, Banking & Insurance)

১ম পত্র

ফিন্যান্স ১ম পত্রে মোট ৯টি অধ্যায় থেকে ১১টি প্রশ্ন আসবে, উত্তর দিতে হবে ৭টির। সহজে প্রস্তুতি নিতে টানা অধ্যায় ১, ২, ৩, ৪, ৫, ও ৬ পড়ে ফেলো। এই ৬টি অধ্যায় পড়লেই ৮ সেটের মতো প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে। cite: 1

২য় পত্র

২য় পত্রের জন্য নির্দিষ্ট কোনো অধ্যায়ভিত্তিক প্যাটার্ন উল্লেখ করা হয়নি। তাই পুরো পাঠ্যপুস্তকটি ভালোভাবে পড়ার ওপর জোর দিতে হবে। cite: 1